Saturday, May 10, 2025
Homeদিনাজপুরচলন্ত ট্রেনে সন্তান প্রসব, মা-নবজাতক হাসপাতালে ভর্তি

চলন্ত ট্রেনে সন্তান প্রসব, মা-নবজাতক হাসপাতালে ভর্তি

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত ট্রেনে সন্তানের জন্ম দিয়েছেন রিনা বেগম (৩০) নামের এক নারী। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

রিনা বেগম ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বড়বাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় স্বামী সেলিম হোসেনের সঙ্গে থাকেন। সেলিম একটি পোশাক কারখানায় কাজ করেন।

পারিবারিক সূত্র জানায়, অন্তঃসত্ত্বা রিনা বেগম গতকাল সকালে ঢাকার কমলাপুর স্টেশন থেকে একতা এক্সপ্রেসে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। সন্ধ্যায় পার্বতীপুরের কাছে চলন্ত ট্রেনে তাঁর প্রসববেদনা শুরু হয়। সহযাত্রীদের সহযোগিতায় তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।

রাত আটটার দিকে একতা এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর স্টেশনে পৌঁছায়। তখন স্টেশন সুপার জিয়াউর রহমানের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রসূতি ও নবজাতককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

দিনাজপুর স্টেশন সুপার জিয়াউর রহমান বলেন, ‘ট্রেনে সন্তান জন্মের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেছি। এটা অবশ্যই রেলওয়ের জন্য একটি বড় ঘটনা। ফলে এ নিয়ে আমরা তৎপর ছিলাম। আমরা প্রসূতি মা ও নবজাতকের উন্নত স্বাস্থ্যসেবার কথা বিবেচনায় রেখে তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। তাঁদের খোঁজখবরও রাখা হচ্ছে।’

দিনাজপুর ফায়ার সার্ভিসের স্টেশন টিম লিডার আবদুর রাজ্জাক বলেন, খবর পাওয়ার পর তাঁরা অ্যাম্বুলেন্সে করে মা ও নবজাতককে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে দুজনেই সুস্থ আছেন।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর