Monday, May 12, 2025
Homeদিনাজপুরঘোড়াঘাটে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ঘোড়াঘাটে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ মাহফুজুর রহমান সরকার,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে জনগণের সাথে পুলিশি সেবার মানোন্নয়ণ, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও জুয়া রোধ সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ মে ) বিকেলে ঘোড়াঘাট থানার আয়োজনে থানা চত্বরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হোসাইন ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট–হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ, ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন প্রমুখ।

এ সময় দিনাজপুর জেলার পুলিশ সুপার মারুফাত হোসাইন প্রধান অতিথির বক্তব্যে বলেন, আগামী ৪ মাসের মধ্যে জেলায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও জুয়া রোধ করতে না পারলে চাকুরিকালীন সময়ের সমস্ত বেতন ভাতা আপনাদের মাঝে বুঝিয়ে দিয়ে চাকুরি ছেড়ে দিবো। এ সময় তিনি আরও বলেন, “পুলিশ জনগণের বন্ধু, শত্রু নয়। জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ দমন সম্ভব নয়। চুরি, জুয়া, মাদক, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক ও ১নংবুলাকী পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহফুজার রহমান লাবলু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য আলমগীর হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোফাখখায়ের ইসলাম মোল্লা, সেক্রেটারি ইমরান হোসেন, জাতীয় নাগরিক পার্টির ঘোড়াঘাট শাখার সভাপতি আব্দুল মান্নান সহ আরও অনেকে। ওপেন হাউজে উপস্থিত জনসাধারণ তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরলে পুলিশ কর্মকর্তারা তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এ সময় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র, নাগরিক ও সুশীল সমাজ, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীগণ সহ অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর