Home রংপুর পীরগাছায় কাভার্ড ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

পীরগাছায় কাভার্ড ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

পীরগাছায় কাভার্ড ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

হাবিবুর রহমান, পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের পীরগাছায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বাকি মিয়া(৬৬) নামের এক পথচারী নিহত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার মডেল স্কুল সংলগ্ন মন্টু মিয়ার দোকানের সামনে পাঁকা রাস্তায় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাকি মিয়া (৬৬),উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম এলাকার মৃত মতিন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,বাকি মিয়া (৬৬), বাজার থেকে ভাগিনার বাসায় ফিরছিল।এ সময় পীরগাছা মডেল স্কুলের সামনে মন্টু মিয়ার দোকানের পাশ্বে রাস্তা পারা পারের সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়।এতে তিনি ছিটকে মাটিতে পড়ে গেলে বুকের পাঁজর ভেঙে গুরুতর আহত হয়। পরে পথচারীরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পীরগাছা থানার অফিসার ইনর্চাজ (ওসি) নুরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাভার্ড ভ্যান ও এর চালককে স্থানীয় জনতা আটক করে রেখেছে। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here