Tuesday, May 13, 2025
Homeদিনাজপুরচিরিরবন্দরে দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা

চিরিরবন্দরে দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

এনামুল মবিন সবুজ, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর চিরিরবন্দরে দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৩ মে) সকালে ফতেজংপুর মহাবিদ্যালয়ের হল রুমে দশমাইল হাইওয়ে থানা পুলিশের আয়োজনে প্রধান অতিথি থেকে দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন এর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ সুপার বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পরিবহণ সেক্টরে শৃঙ্খলা রক্ষা, গণপরিবহনের চালক ও সহযোগীদের সচেতনতাসহ যাত্রীসেবার মানোন্নয়নে আমাদের ট্রাফিক আইন মেনে চলতে হবে। লাইসেন্স ছাড়া গাড়ি না চালানো, গাড়ি চালানোর আগে গাড়ির কাগজপত্র বা ফিটনেস ঠিক আছে কি না, তা নিশ্চিত হয়ে সতর্কতার সঙ্গে গাড়ি চালানো।

তিনি আরো বলেন, ট্রাফিক আইন সর্ম্পকে জনগণকে সচেতন করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, বাস-ট্রাক টার্মিনালে মালিক শ্রমিকদের নিয়েও এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করে থাকি। ভবিষ্যতেও আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে এই সচেতনতামুলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আলোচনা সভায় সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, সড়ক দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহার, জেব্রাক্রসিং ব্যবহার, ফুটপাত ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা, ট্রাফিক আইনের বিভিন্ন নিয়ম কানুন এবং রাস্তায় চলাচলের নিয়মকানুনসহ ট্রাফিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে পুলিশ সুপার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সভায় উপস্থিত ছিলেন, দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ওমর ফারুক, ফতেজংপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিনয় কুমার রায়, অধ্যক্ষ গহর, সাংবাদিকসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও দশমাইল হাইওয়ে থানার অফিসার ও ফোর্স।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর