ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে দুই মাথাওয়ালা এক সন্তানের জন্ম হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের প্রধানপাড়া এলাকার মাজেদুল ইসলামের স্ত্রী সুরভী আক্তার এই সন্তান প্রসব করেন। জন্মের পর নবজাতককে স্ক্যানু ওয়ার্ডে রাখা হয়। সেখানে প্রায় দুই ঘণ্টা পরে মারা যায় শিশুটি।
এটি এই দম্পতির প্রথম সন্তান ছিল।
শিশুটির পরিবার জানায়, গত শনিবার বিকেলে সুরভীকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার আল্ট্রাসনোগ্রাম করে চিকিৎস জানান তার গর্ভে জমজ শিশু রয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তানটি বের করার পর চিকিৎসকরা বিস্মিত হয়ে পড়েন।
শিশুর দেহ একটি কিন্তু মাথা দুটি। দুই মাথার ছেলে শিশুটির দুটি হাত দুটি পা দুটি মাথাতেই স্বাভাবিক চোখ, নাক ও মুখ রয়েছে। শিশুটিকে জন্মের পরেই স্ক্যানু ওয়ার্ডে নিবিড় পরিচর্যায় রাখা হয়। তবে প্রায় দুই ঘণ্টা পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।
শিশুটির বাবা মাজেদুল ইসলাম বলেন, এটি আমাদের প্রথম সন্তান ছিল। আল্ট্রাসনোগ্রাম করে আমরা জানতে পারি জমজ সন্তান হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দুই মাথার সন্তান হয়। কষ্ট হলেও আসলে কিছু করার নেই।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আবুল কাশেম বলেন, সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই মা অস্বাভাবিক একটি সন্তান প্রসব করেন।
নবজাতকের এক বডিতে দুটি মাথা রয়েছে। শিশুটির মায়ের গর্ভেই ময়লা পান করে অসুস্থ হয়ে পড়েছিল। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।