মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি:
শ্রমিক নেতাকে আটকের প্রতিবাদে দিনাজপুরের সব রুটে যান চলাচল বন্ধ করে দিয়েছেন ট্রাক, ট্রাংকলরি ও কাভার্ডভ্যান পরিবহণ শ্রমিকরা। শুক্রবার (১৬ মে) সন্ধ্যার পর থেকেই তারা দিনাজপুর কোতোয়ালি থানার গেটসহ বিভিন্ন সড়কে ট্রাক রেখে ব্যারিকেড সৃষ্টি করেন।
জানা যায়, দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এক সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক নেতা শাহ আলমকে আটক করে পুলিশ। এ ঘটনায় উত্তেজিত শ্রমিকরা দিনাজপুর-রংপুর, দিনাজপুর-গোবিন্দগঞ্জ, দিনাজপুর-চিরিরবন্দর, দিনাজপুর-বিরলসহ জেলার সকল রুটে ট্রাক দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেয়।
সন্ধ্যা ৬টার দিকে ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় একটি মোটরসাইকেল, অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে আহত হন নূর আলম (৪০)। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শ্রমিক নেতা শাহ আলমকে থানায় নিয়ে যায়।
শ্রমিক নেতার আটকের খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা থানার সামনে অবস্থান নিয়ে তাকে মুক্তির দাবি জানান এবং বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ করে দেন। এতে যাত্রী সাধারণ চরম দুর্ভোগে পড়েন।
দিনাজপুর ট্রাক, ট্রাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী সাদা বলেন, “শাহ আলমকে বিনা অপরাধে আটক করা হয়েছে। আমরা যতক্ষণ পর্যন্ত তাকে মুক্তি না পাই, ততক্ষণ পর্যন্ত কোনো যান চলাচল করতে দেব না।”
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, “শ্রমিকদের দাবি অনুযায়ী শ্রমিক নেতা শাহ আলমকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিকরাও ব্যারিকেড তুলে নেওয়ার আশ্বাস দিয়েছেন।”