Friday, July 18, 2025
Homeদিনাজপুরবীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ৫ জন। আহতদের চিকিৎসার জন্য ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার (১৯ মে) সকাল ৭টায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাইক্রোবাস চালক আরিফ হোসেন মানিক, দিনাজপুর ট্রেজারি অফিসের মো. দেলোয়ার হোসেন, হিসাবরক্ষক জুলফিকার এবং হিসাবরক্ষক ইমরুল।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় জানা গেছে, ঠাকুরগাঁও থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস এবং বিপরীতমুখী সিমেন্ট বাহি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মাইক্রোবাসের ড্রাইভার মানিক হোসেন ও যাত্রী দেলোয়ার মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে জুলফিকার ও ইমরুল সহ মোট ৪জন মারা যায়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

দশমাইল হাইওয়ে পুলিশের ওসি মোঃ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু করেছে হাইওয়ে পুলিশ। বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস তাৎক্ষণিক ঘটনাস্থলে চলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর