আজঃ মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫ -এ ২৫ অগ্রহায়ণ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• বোচাগঞ্জে ইআরটি এর উদ্যোগে পবিত্র কুরআন শরীফ বিতরণ • হিলি স্থলবন্দর দিয়ে ২ দিনে ৯০ টন পেঁয়াজ আমদানি • গাইবান্ধায় কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন • বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল • তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় • বোচাগঞ্জে ইআরটি এর উদ্যোগে পবিত্র কুরআন শরীফ বিতরণ • হিলি স্থলবন্দর দিয়ে ২ দিনে ৯০ টন পেঁয়াজ আমদানি • গাইবান্ধায় কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন • বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল • তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

বোচাগঞ্জে ইআরটি এর উদ্যোগে পবিত্র কুরআন শরীফ বিতরণ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ আসতারুল আলম

মোঃ আসতারুল আলম , দিনাজপুর সদর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 8 ডিসেম্বর, 2025

০৭ ডিসেম্বর রবিবার সেতাবগঞ্জে ইমারজেন্সি রেসপন্স টীম-এর উদ্যোগে তালীমুন-নিসা বালিকা ক্বওমী মাদ্রাসার ১২ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। ধর্মীয় শিক্ষা বিস্তারের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে কুরআনের আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়।

কুরআন বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইমারজেন্সি রেসপন্স টীম-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মিলন আহাম্মেদ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমির হাসান সাগর, মহিলা বিষয়ক সম্পাদীকা রিয়া শারমিন, প্রচার সম্পাদক আব্দুল হাকিম এবং সমাজসেবা বিষয়ক সম্পাদক হাবিবুল বাশার। এ সময় ইমারজেন্সি রেসপন্স টীম বোচাগঞ্জ উপজেলা শাখার সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

তালীমুন-নিসা বালিকা ক্বওমী মাদ্রাসার প্রধান শিক্ষক আফরান সাকিব বলেন, “এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। ইমারজেন্সি রেসপন্স টীমের এই মহতী উদ্যোগের জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভবিষৎতেও যেন এই পবিত্র কুরআন শরীফ বিতরণ অব্যহত রাখেন। আমরা এই সংগঠনের উন্নতি ও মঙ্গল কামনা করি। ”

অনুষ্ঠানে ইমারজেন্সি রেসপন্স টীম-এর  প্রতিষ্ঠাতা ও সভাপতি মিলন আহাম্মেদ বলেন, মানবিক ও ধর্মীয় শিক্ষার প্রসারে সংগঠনটি সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও তারা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম