দিনাজপুরে দুদকের গণশুনানিতে প্রশংসিত পুলিশ প্রশাসন, অভিযোগবিহীন দৃষ্টান্ত
দিনাজপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজিত গণশুনানিতে বিভিন্ন সরকারি দপ্তরের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ উঠে এলেও দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
সোমবার (১০ নভেম্বর) দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই গণশুনানিতে স্বাস্থ্য, বিদ্যুৎ, পাসপোর্ট, বিআরটিএ, নির্বাচন অফিসসহ একাধিক দপ্তরের অনিয়ম, হয়রানি ও দুর্নীতির অভিযোগ শুনানি হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

তবে ব্যতিক্রম ছিল দিনাজপুর জেলা পুলিশ। গণশুনানিতে উপস্থিত দুদক কমিশনার (তদন্ত) মিঞা মোহাম্মদ আলি আকবর আজিজী দিনাজপুর পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় সন্তোষ প্রকাশ করেন।
দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবা এবং দুর্নীতিমুক্ত কার্যক্রম পরিচালনায় সুনাম অর্জন করে আসছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের সক্রিয় ভূমিকা এবং সেবামূলক কার্যক্রম গণশুনানিতে প্রশংসিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এবং দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হোসেন।
দিনাজপুরবাসী আশা করছেন, অন্যান্য দপ্তরও পুলিশ প্রশাসনের মতো স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করবে, যাতে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলা সম্ভব হয়।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন