বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল
বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে সোমবার (৮ ডিসেম্বর) শহরের পৌরপার্কে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে, জুলাই স্মৃতিস্তম্ভ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে এনসিপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাশেদুক ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ফিহাদুর রহমান দিবস, নবগঠিত জেলা কমিটির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি, রংপুর-৬ সংসদীয় আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী জাহিদ হাসান নিউ প্রমুখ। এছাড়াও দলটির জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।
এসময় বক্তারা বলেন, বিজয়ের মাস আমাদের গৌরবের মাস, আত্মমর্যাদার মাস। এই মাসে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া আমাদের সবার দায়িত্ব। তারা বলেন, এনসিপি সারাদেশে গণজোয়ার সৃষ্টি করেছে এবং সেই গণজোয়ারকে আরও এগিয়ে নিতে দলে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সম্পৃক্ততা বাড়ানো জরুরি।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন