কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্ৰাম ইউনিয়নে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্ৰাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় গাড়াগ্ৰাম ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডিসির মোড় মাঝা পাড়ার আনিছ মিয়ার চাতালে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় গাড়াগ্ৰাম ইউনিয়ন বিএনপি'র ৭ নং ওয়ার্ডের সভাপতি মেনহার মিয়ার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম মিয়ার সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী -০৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সভাপতি আবদুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন আরোও বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাসেল প্রামানিক, গাড়াগ্ৰাম ইউনিয়ন বিএনপি'র সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজিউল ইসলাম বাবু, সাবেক ইউপি সদস্য ও সিনিয়র সহ-সভাপতি আনিছুর রহমান। এছাড়া উক্ত ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, আমরা সরকার গঠন করলে কিশোরগঞ্জের রাস্তাঘাট,শিক্ষা প্রতিষ্ঠান, বেকারত্বের সমস্যা ও উন্নয়নকল্পে কর্মপরিকল্পনার মাধ্যমে বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন