আজঃ মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ -এ ২৭ কার্তিক ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্ৰাম ইউনিয়নে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত • দিনাজপুরে দুদকের গণশুনানিতে প্রশংসিত পুলিশ প্রশাসন, অভিযোগবিহীন দৃষ্টান্ত • ভুরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড • দিনাজপুরে দুদকের গণশুনানি, একাধিক দপ্তরে অনিয়মের অভিযোগ • দিনাজপুরে দুদকের গণশুনানি, একাধিক দপ্তরে অনিয়মের অভিযোগ • কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্ৰাম ইউনিয়নে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত • দিনাজপুরে দুদকের গণশুনানিতে প্রশংসিত পুলিশ প্রশাসন, অভিযোগবিহীন দৃষ্টান্ত • ভুরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড • দিনাজপুরে দুদকের গণশুনানি, একাধিক দপ্তরে অনিয়মের অভিযোগ • দিনাজপুরে দুদকের গণশুনানি, একাধিক দপ্তরে অনিয়মের অভিযোগ

পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধে জহির উদ্দিনের দুই পা ভেঙে দিল প্রতিপক্ষ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আল মাহমুদ দোলন

আল মাহমুদ দোলন , বোদা , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 8 অক্টোবর, 2025

পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে জহির উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে দুই পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। বুধবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার পামুলী ইউনিয়নের পামুলীপাড়া এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জহির উদ্দিন ও মধুর পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ ও মামলা চলছিল। ঘটনার দিন দুপুরে জহির ঘাস কেটে সাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে মধু, তার স্ত্রী, দুই ছেলে ও পুত্রবধূরা মিলে জহিরের পথরোধ করে এলোপাথাড়ি মারধর করে। একপর্যায়ে টিউবওয়েলের হাতল, শাবল ও রড দিয়ে পেটাতে পেটাতে তার দুই পা ভেঙে দেয়। এতে ডান পা ঝুলে যায়।

খবর পেয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা নেতৃত্বাধীন পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত জহিরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এদিকে ঘটনার পর হামলাকারী মধু ও তার ছেলে মানিক নিজেদেরও মারধরের শিকার দাবি করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। স্থানীয়রা জানান, মানিক নিজেই ব্লেড দিয়ে কপালে কেটে হাসপাতালে আসে। তারা বলেন, “যেখানে জহিরকে একা পেয়ে তারা নির্মমভাবে পেটায়, সেখানে তাদের ওপর পাল্টা হামলার প্রশ্নই আসে না।”

খবর পেয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা মধু ও মানিককে তাৎক্ষণিকভাবে আটক করে পুলিশ।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে এবং দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।”

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম