Thursday, May 8, 2025
Homeদিনাজপুরঅবশেষে বাংলাদেশি কৃষককে ফেরত দিল বিএসএফ

অবশেষে বাংলাদেশি কৃষককে ফেরত দিল বিএসএফ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

বিরল (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরল সীমান্তে থেকে ধরে নিয়ে যাওয়ার ৬ ঘণ্টা পর অবশেষে কৃষক আল-আমিনকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে কৃষক আল-আমিনকে ফেরত দেওয়া হয়।

পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পক্ষে নেতৃত্ব দেন দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম এবং ভারতের বিএসএফের পক্ষে ৯০ বিএসএফ কমান্ডিং অফিসার বিপিন কুমার।

কৃষক আলামিন উপজেলার ধর্ম্মপুর ইউপির দ্বীপনগর গ্রামের আইজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, কৃষক আল-আমিন শুক্রবার সকাল ৯টার দিকে বিরল এনায়েতপুর সীমান্তের দ্বীপনগর গ্রামে শূন্য রেখার ৩২৩নং পিলারের কাছে নিজ জমিতে কাজ করছিল। এ সময় বিএসএফ এসে তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যদের কাছে গিয়ে বিষয়টি জানায়। পরে বিকেল সাড়ে ৩টায় ৩২৩নং মেইন পিলারের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে কৃষক আল-আমিনকে ফেরত দেয় বিএসএফ।

এভাবে কৃষক ধরে নিয়ে যাওয়ার ঘটনায় সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর