ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বিসিক শিল্প নগরী এলাকার বিএম কলেজের অধ্যক্ষ মো. দিলদার হোসেন দিলুকে গ্রেফতারের পর আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে ঢাকার ডিবি (ডিএমপি) পুলিশের একটি টিম রাজধানীর জয়েন্ট কমিশনার এলাকা থেকে তাকে আটক করে। পরদিন শুক্রবার (১১ জুলাই) সকাল ১১টায় তাকে পঞ্চগড় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) আশিষ কুমার শীল জানান, অধ্যক্ষ দিলুর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ মামলায় গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি ছিল। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি বলেন, “মামলাটি ছিল অর্থ আত্মসাৎ সম্পর্কিত। মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।”