Thursday, July 3, 2025
Homeজাতীয়আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময়সহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময়সহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে প্রধান আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সিএমপির কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান এই অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে মোট ৩৮ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে আদালত চত্বরে সংঘর্ষের মধ্যে আইনজীবী আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পরে এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এরপর গত ৫ মে আদালতের নির্দেশে এই মামলায় চিন্ময়কে গ্রেফতার দেখায় পুলিশ।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর