Thursday, May 1, 2025
Homeক্যাম্পাসআবু সাঈদ হত্যায় জড়িত থাকার অভিযোগ, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীর হলের আসন...

আবু সাঈদ হত্যায় জড়িত থাকার অভিযোগ, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীর হলের আসন বাতিল

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রংপুর নিউজ ডেস্কঃ
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় বহিষ্কৃত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর হলের আসন বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সোমবার রাতে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

সিট বাতিল হওয়া চার শিক্ষার্থী হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মানিক চন্দ্র সেন, এস এম লাবু ইসলাম, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের মেহেদী হাসান মিরাজ এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সেজান আহম্মেদ। তাঁরা প্রত্যেকেই ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ মুখতার ইলাহী হলের আবাসিক ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভা, শৃঙ্খলা বোর্ড এবং শহীদ মুখতার ইলাহী হলের নীতিমালা-২০১৫ ও প্রভোস্ট বডির সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের হলের সিট বাতিল করা হয়েছে।

শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট মো. কামরুজ্জামান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড, সিন্ডিকেট এবং হল কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই চার শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, কোনো শিক্ষার্থী তিন মাসের বেশি অনুপস্থিত থাকলে তাঁর সিটও বাতিল হতে পারে।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর