Sunday, July 13, 2025
Homeদিনাজপুরএসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা

এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে বিষণ্নতায় ভুগে আত্মহত্যা করেছে রিতা মনি (১৬) নামে এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার দাউদপুর ইউনিয়নের আখিরা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রিতা দাউদপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। জানা গেছে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে সে এক বিষয়ে অকৃতকার্য হয়। এতে মানসিকভাবে ভেঙে পড়ে সে ঘরে থাকা কিটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে।

স্থানীয় ইউপি সদস্য তফুর উদ্দিন জানান, বিষপানের পর রিতা তার মাকে মোবাইলে বিষয়টি জানায়। তাৎক্ষণিকভাবে তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রিতার মৃত্যু হয়।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন বলেন, “পরীক্ষায় ফেল করায় হতাশ হয়ে সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থী মৃত্যুতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, আত্মবিশ্বাস এবং ব্যর্থতা মেনে নেওয়ার সংস্কৃতি তৈরিতে পরিবার ও শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর