Friday, July 18, 2025
Homeজাতীয়কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে ফরিদুল ইসলাম (৪৬) নামে একটি ভোগ্যপণ্য কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। এ সময় চালকসহ দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদুল ইসলাম চকরিয়া পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের কাজির পাড়া এলাকার আবদুল গনি সওদাগরের ছেলে। তিনি ভোগ্যপণ্য সামগ্রী কোম্পানির সেলসম্যান ছিলেন।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মেহেদী হাসান জানান, সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাস মালুমঘাট এলাকায় পৌঁছালে বিপরীতমুখী জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে প্রাণ হারান সেলসম্যান ফরিদুল ইসলাম।

তিনি আরও জানান, চালকসহ গুরুতর আহত দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর