দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৯ জানুয়ারি) সকালে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের হাজীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহিনুর আলম ও সুখদেব কুমার রায়। এ ঘটনায় সাজেদুর রহমান নামে আরও একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ফুলবাড়ী থেকে ছেড়ে আসা কাভার্টভ্যানটি সৈয়দপুর যাওয়ার পথে হাজীর মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় গুরুতর আহত মোটরসাইকেল আরোহীদের স্থানীয়রা উদ্ধার পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাভার্ডভ্যানসহ চালককে আটক করেছে পুলিশ।
Facebook Comments Box