Sunday, July 13, 2025
Homeদিনাজপুরকাহারোলে পরিবেশবিরোধী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস

কাহারোলে পরিবেশবিরোধী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

সুকুমার রায়, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের কাহারোল উপজেলায় পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

গত বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ৩নং মুকুন্দপুর ইউনিয়নের চকমহরম গ্রামের মহেন্দ্র নাথের মালিকানাধীন মৌ নার্সারিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহান বীশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দারা।

কৃষি কর্মকর্তারা জানান, সরকারি নির্দেশনার আলোকে পরিবেশের জন্য ক্ষতিকর গাছ হিসেবে চিহ্নিত ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের ৯ হাজার চারা ধ্বংস করা হয়েছে। ইউএনও মো. আমিনুল ইসলাম জানান,

“পরিবেশ সুরক্ষায় সরকারের নীতিমালার আলোকে এসব গাছের চারা উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ। আমরা নিয়মিত তদারকি চালাচ্ছি এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে ক্ষতিগ্রস্ত নার্সারি মালিক মহেন্দ্র নাথকে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে প্রতিটি গাছের জন্য ৪ টাকা হারে ক্ষতিপূরণ প্রদান করা হবে বলে জানানো হয়।

স্থানীয় বাসিন্দারা পরিবেশ রক্ষায় প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর