সুকুমার রায়, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু। ঘটনা টি ঘটেছে উপজেলার ডাবোর ইউনিয়নের জোত মুকুন্দ পুর গ্রামে। ঘটনার বিবরণে জানা যায়, মৃত আঃ জব্বার তার বড় ভাই মোঃ ইউনুস আলির সীমানা থেকে কয়েক দিন আগে তিন, চার টি ছোট কদম গাছ কেটে ফেলে। তারই জের ধরে ১১ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হতে থাকলে ,এক পর্যায়ে ইউনুস আলীর ছেলে ওয়াদুদ (৫৪)বাড়ি থেকে বের হয়ে লাঠি দিয়ে চাচা আঃ জব্বার (৫৭)এর মাথায় আঘাত করলে আঃ জব্বার মাটিতে লুটিয়ে পরে। বাড়ির লোকজন দেখতে পেয়ে তাড়াতাড়ি করে পার্শ্ব বর্তী বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য জব্বার কে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। ঘটনাটি কাহারোল থানাকে জানাইলে,সঙ্গে সঙ্গেই থানা অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে কাহারোল থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছেন। পুলিশ পৌঁছার আগেই ঘাতক ওয়াদুদ পালিয়ে যায়। কাহারোল থানা অফিসার ইনচার্জ ঘটনা টি নিশ্চিত করেছেন কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন এজাহার করা হয় নি। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।