Wednesday, May 7, 2025
Homeনীলফামারীকিশোরগঞ্জ উপজেলায় চোর চক্রের আধিপত্য বিস্তার

কিশোরগঞ্জ উপজেলায় চোর চক্রের আধিপত্য বিস্তার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল, দোকানপাট, ব্যাটারি চালিত ভ্যান ও চেতনা নাশক ওষুধ খাইয়ে অটো চুরির ঘটনা হর হামেশা বাড়ছে। চোর চক্রের আধিপত্য যেন উপজেলা জুড়ে বিস্তার লাভ করেছে।
রাশেদ নিজাম শাহ,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
গতকাল কিশোরগঞ্জ উপজেলার কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের মসজিদে নামাজ পড়তে এসে অটো ভ্যান চুরির ঘটনা ঘটেছে।
অনুসন্ধান করে জানা যায়, বাহাগিলি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তরদূড়াকুটির তাতিপাড়া গ্রামের মোঃ বাবুল ইসলামের বড় ছেলে মোঃ দেলোয়ার হোসেন( ৩৪)তার উপার্জনের একমাত্র সম্বল অটোভ্যানটি হারিয়ে ফেলে দিশেহারা হয়ে পড়েছে।
দেলোয়ার হোসেন বলেন,ভকর মোড় থেকে আসতে ভাড়া পাছি ভাড়া নামে দিয়া কিশোরগঞ্জ হাই স্কুলের দক্ষিণ সাইডে ভ্যান টিতে রড তালা দিয়ে মসজিদে শুক্রবারের জুম্মার নামাজ পড়ি বের হয়ে দেখি গাড়ি নাই।কান্না জনিত কন্ঠে তিনি বলেন ভাই ঋণ করে ৬০ হাজার টাকা দিয়ে গাড়িটি নিছি ঔখানের উপর নির্ভর ভাত পানি, কিস্তি।গাড়ি খানের উপর আমার সব কিছু, এমন অবস্থা একটা যে পান খাবো তারও টাকা আমার কাছে নেই।
পরিশেষে দেলোয়ার হোসেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং হাইস্কুলের সামনের সিসি ফুটেজ দেখে গাড়ি টি উদ্ধারের জোর দাবি জানান।
এদিকে গত ৪-২-২৫ ইং তারিখে নিতাই ইউনিয়নের মোঃ আঃ রাজ্জাক চৌধুরী(৩৫)প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আঃ জব্বার অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে রাতে ৩টি প্লাস্টিকের বড় টেবিল,২৫ টি আর এফ এল এর হাত ছাড়া চেয়ার, তিনটি চায়না ফ্যান চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
চুরির বিষয়ে উপজেলা বিএনপি সাঃসম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম বলেন,চোরকে সন্দেহ হলেই আটকে দেয়া উচিত।চুরির বিষয়ে শক্ত পদক্ষেপ নিতে হবে।প্রশাসনের নজরদারি বাড়াতে হবে,নিরব থাকলে হবে না আর সচেতন সকল মানুষকে এলার্ট থাকতে হবে।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন,প্রশাসনের তৎপরতা বৃদ্ধি করতে হবে। তাদের বিভিন্ন সোর্স ব্যবহার করে আইন-শৃঙ্খলা ও চুরি ছিনতাই দমনে পদক্ষেপ নিতে হবে।
কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) আশরাফুল ইসলাম বলেন,সব জায়গায় চুরি বেরে গেছে। মূল সমস্যা হাটে হাটে ভাল মানুষ সুযোগ বুঝে চুরি করে ফেলতেছে।আমরা সর্বচ্চো চেষ্টা করতেছি।
সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্তের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন,সিসি ক্যামেরা সব বিকল হয়ে গেছে।উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক এর সাথে এ বিষয়ে তিনি কথা বলছেন।
Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর