Thursday, May 1, 2025
Homeনীলফামারীকিশোরগঞ্জে আওয়ামীলীগের ৪ নেতা গ্রেফতার

কিশোরগঞ্জে আওয়ামীলীগের ৪ নেতা গ্রেফতার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

রাশেদ নিজাম শাহ, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ

যুবলীগ নেতা মোখলেছুর রহমান বিমানকে আটকের সময় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুর এবং বড়ভিটা বিএনপি অফিস ভাংচুরের মামলায় চার আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, এ সকল আসামী দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযানে তাদের বিভিন্ন স্থান হতে গ্রেফতার করা হয়। যুবলীগ নেতা ও রণচন্ডী ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বিমানকে আটকের সময় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরের মামলার আসামী মেলাবর নাপিত পাড়া গ্রামের মৃত কমলা চন্দ্র শীলের পুত্র কনক চন্দ্র শীল (৬০), মেলাবর বালাপাড়া গ্রামের মৃত দৌলতের পুত্র হাফিজুল ইসলাম (৩৪), কেশবা যুগিপাড়া গ্রামের খোকা নাথের পুত্র ভবেশ চন্দ্র (৩৫) এবং বিএনপি অফিস ভাংচুরের মামলার আসামী মুশা পাকার মাথার হায়দার ইসলামের পুত্র মামুন ইসলামকে (২৪) গ্রেফতার করা হয়েছে।

কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম বিষয়টি বৃহস্পতিবার দুপুরে খোলা কাগজকে নিশ্চিত করে জানান, আত্মগোপনে থাকা আসামী আওয়ামী লীগের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। #

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর