Thursday, May 1, 2025
Homeলালমনিরহাটক্লিনিকের সাইনবোর্ডে ভেসে উঠল ‘জয়বাংলা ছাত্রলীগ আবার ফিরবে’

ক্লিনিকের সাইনবোর্ডে ভেসে উঠল ‘জয়বাংলা ছাত্রলীগ আবার ফিরবে’

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা ক্লিনিকের একটি ডিজিটাল সাইনবোর্ডে ‘জয়বাংলা ছাত্রলীগ আবার ফিরবে’ ভেসে উঠেছে।

শনিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হাতীবান্ধা ক্লিনিকের দিকনির্দেশনার ডিজিটাল সাইনবোর্ডে লেখাটি ভেসে ওঠে। এ ঘটনার পর পুলিশ তদন্ত করছে বলেও অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন জানিয়েছেন।

বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

উপজেলা যুগ্ম আহ্বায়ক আরাফাত হোসেন ইস্ত্রি বলেন, ঘটনা শোনার পরই আমি ওই এলাকায় গিয়েছি। পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতারা সাইনবোর্ডটি খুলে ফেলেছে। মোবাইল অ্যাপসের মাধ্যমে এই লেখা বসিয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি করছি।

এ বিষয়ে জনতে অতিরিক্ত পুলিশ সুপার (বি- সার্কেল) জয়ন্ত কুমার সেন বলেন, মূলত এটি অ্যাপস দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। অবশ্যই অভিজ্ঞ লোক ছাড়া এটি লেখা সম্ভব নয়। হাতীবান্ধা ক্লিনিকের দিক নির্দেশনার এই সাইনবোর্ডে এই লেখা যারা লিখেছেন তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তদন্ত শুরু করেছে। এই ঘটনায় যেই চরিত্র থাকবে তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর