Wednesday, July 16, 2025
Homeদিনাজপুরখানসামায় পাটক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

খানসামায় পাটক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় রাস্তার পাশের একটি পাটক্ষেত থেকে দেলোয়ার হোসেন (৫৫) নামে এক ভুট্টা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলার বাংলাভাষা কলেজের পশ্চিম পাশে একটি পাটক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত দেলোয়ার হোসেন উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামের মৃত ছলেমান আলীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, গতকাল সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে দেলোয়ার হোসেন প্রতিদিনের মতো ব্যবসার কাজে বাড়ি থেকে বের হন। রাত ৯টা ২৩ মিনিটে পরিবারের সঙ্গে মোবাইলে সর্বশেষ কথা হয়। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায় এবং তিনি আর বাড়ি ফেরেননি। আজ ভোরে একই গ্রামের কৃষক আব্দুল বাকী তার পাটক্ষেতে কাজ করতে গিয়ে কাদায় লেপ্টে থাকা অবস্থায় দেলোয়ারের মরদেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি স্থানীয়দের খবর দিলে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ শনাক্ত করেন।

নিহতের জামাতা রেজাউল করিম বলেন, “আমার শ্বশুরের কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। তবে তিনি কিছুদিন ধরে ব্যবসায়িক লেনদেন নিয়ে সমস্যার কথা বলছিলেন। আমরা মনে করি, এটি একটি পরিকল্পিত হত্যা।”

এ ঘটনায় নিহতের জামাতা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে খানসামা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে এলাকাজুড়ে আতঙ্ক ও থমথমে পরিবেশ বিরাজ করছে।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর