মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলায় পুকুরের পানিতে ডুবে জনক রায় (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৬ জুলাই) সকালে উপজেলার ভাবকী ইউনিয়নের গুলিয়াড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার লিটু রাম রায়ের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের অজান্তে খেলতে খেলতে শিশুটি বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেয়। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, “এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা খুবই দুঃখজনক। শিশুদের নিরাপত্তার বিষয়ে পরিবার ও অভিভাবকদের আরও সতর্ক ও সচেতন থাকা জরুরি।”
Facebook Comments Box