Saturday, July 5, 2025
Homeদিনাজপুরখানসামায় পানিতে ডুবে ১৯ মাস বয়সী শিশুর মৃত্যু

খানসামায় পানিতে ডুবে ১৯ মাস বয়সী শিশুর মৃত্যু

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সিয়াম হোসেন (১৯ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনিয়া ডাক্তার পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার মো. জাকিউল ইসলামের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের অজান্তে খেলতে খেলতে শিশুটি বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেয়। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, “এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা খুবই দুঃখজনক। শিশুদের নিরাপত্তার বিষয়ে পরিবার ও অভিভাবকদের আরও সতর্ক ও সচেতন থাকা জরুরি।”

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর