আনোয়ার হোসেন, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সরকারি কলেজ শাখায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ১০ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত সংগঠনটির ১৮তম কাউন্সিল শেষে এ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী।
নতুন কমিটিতে ইংরেজি বিভাগের মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী কলি রাণী বর্মন আহ্বায়ক এবং অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জয়নুল ইসলাম সদস্য সচিব মনোনীত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
দেলোয়ার হোসেন দিনার, শাফি আমিন, মোখলেসুর রহমান, জয়ন্ত কুমার বর্মন, সুমন কুমার সরকার, আল আমিন, নিকেতন চৌহান মুগ্ধ ও অর্জুন চন্দ্র বর্মন।
কাউন্সিলে বিদায়ী কমিটির সভাপতি কলি রাণী বর্মনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান বসুনিয়ার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার সদস্য অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি পরমানন্দ দাস ও সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা।
কাউন্সিল শেষে সবার সম্মতিক্রমে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত সদস্যরা বলেন, “শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
আনোয়ার হোসেন, গাইবান্ধা প্রতিনিধিঃ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ শাখার ১০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে কলেজটির ইংরেজি বিভাগের মাস্টার্স প্রথমবর্ষের শিক্ষার্থী কলি রাণী বর্মনকে আহ্বায়ক এবং অর্থনীতি বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী জয়নুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে গাইবান্ধা সরকারি কলেজ মিলনায়তনে সংগঠনটির ১৮তম কাউন্সিল শেষে নতুন কমিটি ঘোষণা করেন ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী।
কমিটির অন্য সদস্যরা হলেন, দেলোয়ার হোসেন দিনার, শাফি আমিন, মোখলেসুর রহমান, জয়ন্ত কুমার বর্মন, সুমন কুমার সরকার, আল আমিন, নিকেতন চৌহান মুগ্ধ ও অর্জুন চন্দ্র বর্মন।
বিদায়ী কমিটির সভাপতি কলি রাণী বর্মনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান বসুনিয়ার সঞ্চালনায় কাউন্সিলে উপস্থিত ছিলেন, বাসদ (মার্কসবাদী) এর গাইবান্ধা জেলা শখার সদস্য অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি পরমানন্দ দাস, সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা প্রমুখ।
শেষে সবার সম্মতিক্রমে ১০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যরা শিক্ষার্থীদের সকল যৌক্তিক ও ন্যায্য অধিকার আদায়ে বলিষ্ঠ সংগ্রামের প্রত্যয় ব্যক্ত করেন।