আনোয়ার হোসেন, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধায় তিস্তা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের চর চরিতাবাড়ি এলাকায় তিস্তা নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ওই গ্রামের এক বাসিন্দা তিস্তা নদীর পাশে হাঁটার সময় একটি মরদেহ নদীর চরে ভাসতে দেখে দ্রুত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বিষয়টি জানান। চেয়ারম্যান থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। মরদেহের গায়ে ছিল শার্ট পড়নে ছিল পুরাতন লুঙ্গী। অনেকের ধারণা অজ্ঞাত ব্যক্তির বয়স ৬০/৬৫ বছর।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ জানান, ধারণা করা হচ্ছে নদী পারাপারের সময় কোনোভাবে পানিতে ডুবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। সম্ভবত উজান থেকে মরদেহটি স্রোতের টানে ভেসে চর চরিতাবাড়ি পর্যন্ত চলে এসেছে।
তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তে পুলিশের পক্ষ থেকে চেষ্টা চলছে। একই সঙ্গে ময়নাতদন্তের জন্য মরদেহটি থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।