রংপুর নিউজঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মোরশেদা বেগম (৪০) নামের এক অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন।
রোববার (৪ মে) দুপুরের দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের হাওয়াখানা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোরশেদা বেগম গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপর ইউনিয়নরর সুন্দইল গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, মোরশেদা বেগম বাড়ি থেকে অটোভ্যান গোবিন্দগঞ্জর দিকে যাচ্ছিলেন। এসময় মহাসড়কের ওপর হাওয়াখানা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ভ্যানে ধাক্কা দেয়। এতে মোরশেদা বেগম ছিঁটকে পড়ে ঘটনা স্থলে মারা যায়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানো হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
Facebook Comments Box