আনোয়ার হোসেন, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ব্যাইংকা গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সেনাবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে জব্দ করা হয়েছে ২টি ড্রেজার মেশিন, ১টি টিউবওয়েল, ২টি মোবাইলসহ বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। অভিযানে আটক হয়েছেন ২ জন বালু ব্যবসায়ী।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৯ জুলাই) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ৪ ঘণ্টার এই অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর ক্যাপ্টেন রুবায়েতের নেতৃত্বাধীন একটি টিম।
গ্রেফতারকৃতরা হলেন—ফুলছড়ি উপজেলার নিলকুঠি গ্রামের নজরুল ইসলামের ছেলে এনামুল হক (৩২) এবং মৃত মোজাম্মেলের ছেলে জাহাঙ্গীর আলম (৩০)।
অভিযান চলাকালে সেনাবাহিনী অবৈধভাবে ব্যবহৃত ৩টি ড্রেজার মেশিন ধ্বংস করে এবং পাইপ-হ্যামার দিয়ে ভেঙে আগুন ধরিয়ে দেয়। পরে রাত ৮টার দিকে গ্রেফতারকৃতদের এবং জব্দকৃত সরঞ্জামাদি ফুলছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।