আনোয়ার হোসেন, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধারের সময় র্যাবের ওপর হামলার ঘটনায় ৮৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় মুন্না মিয়া (২১) ও তাজুল ইসলাম (৩২) নামে দুইজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।
র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় গোবিন্দগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের লিয়ন মিয়া। ওইদিন রাতেই থানায় অপহরণ মামলা দায়ের করে ভিকটিমের পরিবার।
মামলার ভিত্তিতে ১৭ জুলাই রাত ৯:৪৫ মিনিটে র্যাব অভিযান চালিয়ে কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রাম থেকে অপহৃত কিশোরীকে উদ্ধারে গেলে অপহরণকারীর স্বজন ও স্থানীয়রা র্যাবের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং অপহরণকারীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। হামলায় র্যাবের অন্তত ৫-৭ সদস্য আহত হন। পরে র্যাব ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরবর্তীতে লিয়ন বাবুসহ তার প্রতিবেশী মুন্না মিয়া ও তাজুল ইসলামকে আটক করা হয়। শুক্রবার র্যাব সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করে মামলা করে।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, “অভিযানে বাধা ও হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”