Thursday, July 3, 2025
Homeদিনাজপুরচিরিরবন্দরে বিদ্যালয়ের জানালা ভেঙ্গে চুরি

চিরিরবন্দরে বিদ্যালয়ের জানালা ভেঙ্গে চুরি

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

এনামুল মবিন, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর চিরিরবন্দরে বিদ্যালয়ের জানালা ভেঙ্গে চুরি সংঘটিত হয়েছে। এ চুরির ঘটনাটি গত ২ জুলাই বুধবার দিবাগত রাতে উপজেলার পুনট্টি ইউনিয়নের ১৩৩ নং বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে।

জানা গেছে, গত বুধবার বিদ্যালয় ছুটির পর শিক্ষার্থীসহ শিক্ষকরা নিজ নিজ বাড়িতে চলে যান। ওইদিন দিবাগত রাতের কোনো এক সময় চোরেরা বিদ্যালয়ের বৈদ্যুতিক সংযোগ লাইন বিচ্ছিন্ন করে জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ওয়াই-ফাই, সিসি ক্যামেরা সেট, একটি ইউপিএস, একটি ক্যামেরা, ক্যাবলসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। এসময় চোরেরা বিদ্যালয়ের অফিস রুমে তছনছ চালিয়ে বিভিন্ন আসবাবপত্র বিক্ষিপ্তভাবে ছড়িয়ে-ছিটিয়ে রেখে যায়। পরেরদিন অর্থাৎ বৃহস্পতিবার বিদ্যালয়ের রুম খুলে আমরা বিভিন্ন আসবাবপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকাবস্থায় দেখতে পাই এবং উপরোক্ত জিনিসপত্রগুলোও নেই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. দেলোয়ার হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ চুরির বিষয়টি উপজেলা শিক্ষা অফিসকে অবহিত করা হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর