Friday, July 4, 2025
Homeকুড়িগ্রামচিলমারী উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

চিলমারী উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ফয়সাল হক, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। সদ্য কমিটিতে পদ পাওয়া অনেককেই এই বিক্ষোভে অংশনিতে দেখা গেছে। নেতাকর্মীদের দাবি, আওয়ামী ফ্যাসিস্ট দের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি করায় এই বিক্ষোভ মিছিল।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কলেজ মোড় থেকে বের হয়ে মাটিকাটা মোড় হয়ে থানাহাট বাজার ঘুরে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে নেতাকর্মীরা বক্তব্য দেন। এসময় বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য গঠিত কমিটির সদস্য আব্দুল মতিন সরকার শিরিন, সদ্য কমিটির যুগ্ম আহবায়ক সাঈদ হোসেন পাখি, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আমজাদ হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক নুর আলম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আবু ওবাইদুল হক খাজা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিনহাজুল ইসলাম সুমন।

বক্তারা বলেন, ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। যাদের নামে কোনো রাজনৈতিক মামলা নেই। বিগত সময় যারা বিএনপির প্রোগ্রাম করে নাই, দেখা যায় নাই। সেই লোকদের এ কমিটি গঠন করা হয়। অনতিবিলম্বে সদ্যঘোষিত কমিটি ভেঙে নতুন করা সাজাতে হবে। নাহলে আন্দোলন আরও বেগবান হবে বলে হুঁশিয়ারি দেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আব্দুল বারি সরকারকে আহ্বায়ক ও আবু হানিফা কে সদস্য সচিব করে ৩০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা দেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর