Home কুড়িগ্রাম চিলমারীতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সাকিব আটক

চিলমারীতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সাকিব আটক

চিলমারীতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সাকিব আটক

ফয়সাল হক, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে চিলমারী মডেল থানার চৌকস টিম অপা‌রেশন ডে‌ভিল হান্ট পরিচালনা করে ফ্যাসিস্ট সরকারের অন্যতম দোসর নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মী মোঃ সাকিব ওসমান (৩৫) কে গ্রেপ্তার করেছে চিলমারী মডেল থানা পুলিশ।

শনিবার (১০ মে) আনুমানিক দুপুর ১২ টার দিকে অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার (ভারঃ) অফিসার আব্দুর রহিম।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন রমনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মুজাফর থানা সরকারপাড়া গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য ফয়জার আলীর ছেলে। এছাড়াও তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল মিটিং এ জড়িত ছিলেন বলে জানা গেছে।

পু‌লিশ জানিয়েছেন, বিগত পতিত ছাত্রলীগের ফ্যাসিস্ট, ছাত্র জনতার উপর হামলাকারী অদ্য চিলমারী মডেল থানার বিশেষ অভিযানে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে তাকে ২৪/০৩/২০২৫ তারিখ চিলমারী মডেল থানার মামলা নং -০৩, তারিখ -১২/০২/২০২৫ ইং মূলে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ও তাদের সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে দেশব্যাপী চলমান অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে কুড়িগ্রামের চিলমারীতেও এ অভিযান অব্যাহত রয়েছে।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুর রহিম বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এরপর গ্রেফতারকৃত আসামিকে অদ্য ১০/০৫/২০২৫ ইং তারিখ বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here