Saturday, July 12, 2025
Homeকুড়িগ্রামচিলমারীতে সেলাই ও পাপস তৈরি কোর্স প্রশিক্ষণে স্বপ্ন বুনছেন চরাঞ্চলের নারীরা

চিলমারীতে সেলাই ও পাপস তৈরি কোর্স প্রশিক্ষণে স্বপ্ন বুনছেন চরাঞ্চলের নারীরা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ফয়সাল হক, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
চরাঞ্চলের নারী স্বপ্ন বুনছেন সফলতার। দেখছে তারা সুখের আলো। কুড়িগ্রামের চিলমারীর চরাঞ্চলের নারীদের সফলতার দিকে এগিয়ে নিতে কাজ করছেন উপজেলা নির্বাহী অফিসার। উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে চরের নারীরা এখন সফলতার দিকে যাচ্ছে এগিয়ে। সফলতার স্বপ্ন এগিয়ে নিবে চরের নারীদের, স্বপ্ন এখন তাদের নিজেকেসহ চর এগিয়ে নেয়ার।

জানা গেছে, চিলমারী উপজেলা প্রশাসন চরের নারীদের সফলতার জন্য কাজ শুরু করেছেন। দেশে-বিদেশে শ্রম বাজার উপযোগী দক্ষতার কর্মপ্রত্যয়ী বেকার যুব নারীদের-কে মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে চিলমারী উপজেলার হতদরিদ্র কর্মপ্রত্যয়ী যুব নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই ও পাপস তৈরি প্রশিক্ষণ কোর্স-২০২৫ শুরু করেছেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। পিছিয়ে পড়া চরের নারীরা যেন এগিয়ে যেতে পারে গড়তে পাড়ে একটি ভবিষ্যৎ সম্ভাবনার চিলমারী এবং ছড়িয়ে দিতে পারে পুরো বাংলাদেশে। উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক ইতি মধ্যে চরের নারীরা সফল হতে পারে সেটি নিয়েও কাজ শুরু করেছেন। শুরুতেই ফ্রেন্ডশীফ এর সহযোগিতা নিয়ে উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলার অষ্টমীর চর ও নয়ারহাট ইউনিয়নের ২০ জন যুব মহিলাকে প্রতিষ্ঠিতসহ সফলতার চর গড়তে দেয়া হচ্ছে প্রশিক্ষণ। প্রশিক্ষণ গ্রহণকারী আফরোজা বলেন, এটি আমাদের জন্য বড় পাওয়া যে, আমরা প্রত্যন্ত চরাঞ্চলে বসেও প্রশিক্ষণ গ্রহণ করছি এবং আশা করছি প্রশিক্ষণ শেষে ভালো কিছু করতে পারবো। ট্রেইনিং নিচ্ছি আশা করি সফলতা অর্জন করবো জানিয়ে রুবি ও সালমা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ করে তৈরি করে শুধু দেশে নয়, বিদেশেও পারি জমিয়ে সফলতা আনবো এটি প্রত্যাশা। এটি একটি ভালো উদ্যোগ জানিয়ে শিক্ষক মাহমুদুল হাসান বলেন, ইউএনও স্যার যে কাজ শুরু করেছেন এটি অবশ্যই প্রশংসার যোগ্য আশা করছি চরের যুব মহিলারাসহ সকলে এর সুফল পাবে।

সিনিয়র ম্যানেজার ফিন্ড অপারেশন ফ্রেন্ডশিপ মোঃ সফিয়ার রহমান জানান, এটি একটি ভালো উদ্যোগ এতে করে তাদের এবং সমাজের উপকার হবে।

উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, চরের নারীরা আর্থিক ভাবে স্বাবলম্বী নয় তাই তাদের কথা চিন্তা করে এই উদ্যোগ নিয়েছি, প্রশিক্ষণ শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে লিংকেজ করে দেয়া হবে, তারা যেন নিজেরা স্বাবলম্বী হয়ে উঠে পরিবারসহ এলাকার সাফল্য বয়ে আনতে পারে।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর