Thursday, May 1, 2025
Homeনীলফামারীছাত্রদল নেতা পারভেজের হত্যাকারীর শাস্তির দাবিতে নীলফামারীতে মানববন্ধন

ছাত্রদল নেতা পারভেজের হত্যাকারীর শাস্তির দাবিতে নীলফামারীতে মানববন্ধন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টায় নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে অধ্যক্ষের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে বক্তৃতা দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান কাজল, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পায়েলুজ্জামান রকসি, যুগ্ম-আহ্বায়ক ফিরোজ আহমেদ সৈকত, রইছুল ইসলাম রানা প্রমুখ।

এসময় বক্তারা বলেন,“ছাত্রদল নেতা পারভেজের নির্মম হত্যাকাণ্ডে আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। যদি দ্রুত বিচার না হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো। ছাত্রদল তার নেতাকর্মীদের নিরাপত্তা রক্ষায় কোনো আপস করবে না।”

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর