Monday, July 21, 2025
Homeকুড়িগ্রামজুলাই-আগষ্ট গণঅভ্যু*ত্থানে শহীদদের স্মরণে কুড়িগ্রামে “এক শহীদ, এক বৃক্ষ” কর্মসূচি পালিত

জুলাই-আগষ্ট গণঅভ্যু*ত্থানে শহীদদের স্মরণে কুড়িগ্রামে “এক শহীদ, এক বৃক্ষ” কর্মসূচি পালিত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক শহীদ এক বৃক্ষ কর্মসূচি পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার (১৯ জুলাই) জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বৃক্ষ রোপণের মধ্যে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ নুসরাত সুলতানা। একইসাথে কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভের পাশে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন তিনি।

এসময় কর্মসূচিতে কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজুর রহমান, এডিসি জেনারেল কুদরত-ই খুদা, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, পিপি এড. বজলুর রসিদ, এনসিপির জেলা সমন্বয়কারী মুকুল মিয়া, এবি পার্টির আহ্বায়ক ডা. নজরুল ইসলাম, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, সাংবাদিক আনোয়ার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল আজি নাহিদ, এনসিপির শ্রম-কল্যান সম্পাদক মো. মাসুম, শহীদ নুর আলমের স্ত্রী খাদিজা খাতুন, শহীদ আশিকের পিতা চাঁদ মিয়া সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর