Friday, July 18, 2025
Homeদিনাজপুরজুলাই বর্ষপূর্তি উপলক্ষ্যে হিলিতে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুলাই বর্ষপূর্তি উপলক্ষ্যে হিলিতে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর হিলিতে জুলাই গণঅভ্যুত্থানের শত শত শহীদদের স্মরণে ও বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে “২৪ এর রঙে’ গ্রাফিতি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) পড়ন্ত বিকেলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ২৪ এর ১৬ জুলাই শহীদ আবু সাইদ, মুগ্ধ ও ওয়াসিম সহ নাম অজনা অনেক শহীদ এবং নতুন স্বাধীন বাংলাদেশের ছবি চিত্রাঙ্কন করতে হাকিমপুর সরকারি কলেজে জড় হতে শুরু করে মাদ্রাসা, স্কল ও কলেজের শিক্ষার্থীরা। সবার মুখে চোখে আনন্দের চাপ।
বিকেল চারটায় হাকিমপুর সরকারি কলেজের দেওয়ালে শুরু হয় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চলে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীরা বিভিন্ন রং দিয়ে রংতুলির আঁচড়ে মনের মাধুরী মিশিয়ে তাদের প্রতিযোগিতার চিত্রকর্ম অঙ্কন করতে দেখা গেছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, হাকিমপুর সরকারি কলেজের অধ্যক্ষ, হাকিমপুর মহিলা কলেজের অধ্যক্ষ মামুনুর রশীদ আজাদ, হাবিবপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হারুনুর রশিদ, কর্ন্দপুর দাখিল মাদ্রাসার হাফিজুর রহমান সহ অনেকে।

হাকিমপুর মহিলা কলেজের শিক্ষার্থী বলেন, আমরা ১৯৭১ সালে দেশ স্বাধীনের কথা বলতে পারবো না এবং যুদ্ধ ও দেখি নাই। গত ২৪ জুলাই কোটা সংস্কার ও গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাইদ, মুগ্ধ ও ওয়াসিম সহ আরও অনেকে এদেশ থেকে বৈষম্য দূর করতে অকতোভয়ে জীবন দিয়েছে তা আমরা টিভির পর্দায় হলেও স্ব চোখে দেখেছি। আজ তাদের এক বর্ষপূর্তি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে দেওয়াল লিখন এর মাধ্যমে তাদের ছবি ও কিছু বিভীষিকাময় চিত্রকর্ম তুলে ধরতে পেরে আমরা খুবই খুশি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, এবারে প্রথম বারের মতো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জুলাই স্মরণে দেওয়ালে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। আগামীতে দীর্ঘ মেয়াদি প্রস্তুতি নিয়ে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করা হবে বলে জানান তিনি।

শেষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছেন বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় নওপাড়া বালিকা বিদ্যালয়, তৃতীয় পাউশগাড়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা। অন্য দিকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছেন হাকিমপুর মহিলা কলেজ, দ্বিতীয় হাকিমপুর সরকারি কলেজ ও তৃতীয় হাবিবপুর ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা।
সন্ধ্যায় সবশেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

 

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর