Friday, July 18, 2025
Homeজাতীয়জুলাইয়ের ১৬ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৪২ কোটি ডলার!

জুলাইয়ের ১৬ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৪২ কোটি ডলার!

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
চলতি মাসের প্রথম ১৬ দিনে দেশে এসেছে ১৪২ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৮৮ লাখ ডলার রেমিট্যান্স।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি জুলাইয়েরে প্রথম ১৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৪২ কোটি ১০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৩১ কোটি ৯০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৭.৭০ শতাংশ।

এছাড়া গত ১৬ জুলাই একদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৮ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর