ডেস্কঃ
জুলুমের সংস্কৃতি আওয়ামী লীগ এনেছিল, বিএনপি সেটা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।
শুক্রবার (১১ জুলাই) তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাজধানীর মিটফোর্ড রোডে যুবদল নেতাকর্মীদের দ্বারা এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে এ মন্তব্য করেন তিনি।
মহিউদ্দিন খান ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সর্বশেষ ২৮ অক্টোবরে শহীদ জসিমের ওপর প্রকাশ্যে এমন নৃশংসতা চালাতে দেখেছিলাম, তারপর দেখেছি বিশ্বজিৎ হত্যাকাণ্ড। এমন জুলুমের সংস্কৃতি আওয়ামী লীগ এনেছিল, বিএনপি সেটা চালিয়ে যাচ্ছে।
’তিনি আরও লিখেছেন, ‘মিটফোর্ডের ঘটনাটা কিন্তু আজকের না, গত পরশুর। মিডিয়া যে শিরোনামে এই ঘটনা কভার করেছে তাতে সবার কাছে এটাকে স্বাভাবিক হত্যাকাণ্ডই মনে হয়েছে গতকাল। ৯ তারিখে প্রায় সব রিপোর্টে বলা হয়েছে এটা ‘আধিপত্য বিস্তারের’ ইস্যু। গতকাল যুগান্তরের একটা রিপোর্টে মঈনের যুবদল সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে।’
ফেসবুক পোস্টে ঢাবি শিবির সেক্রেটারি লেখেন, ‘আজকের রিয়েকশনটা মূলত ভিডিওটা বাইরে আসার কারণে হচ্ছে। এটা না হলে সম্ভবত দুর্ভাগ্যজনকভাবে অন্যান্য হত্যাকাণ্ডের মত আমরা এটাও এড়িয়ে যেতাম।’
তিনি আরও লেখেন, ‘বিএনপি রাজনৈতিকভাবে এই দেশকে এমন জায়গায় নিয়েছে যেখানে চাঁদাবাজি বা দলীয় কোন্দলে কাউকে মেরে ফেলা খুবই স্বাভাবিক বিষয়। এই স্বাভাবিকতা কে মেনে নেওয়াই আমাদের পরাজয়।’