মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সৈয়দপুর উপজেলা ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে নীলফামারী পৌরসভা ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার বিকালে নীলফামারী বড়মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই খেলাটি অনুষ্ঠিত হয়।
অংকুর সীড এন্ড হিমাগার, লেদার প্রোডাক্টস ও সেলিম ফাউন্ডেশনের সহযোগিতায় এ টুর্নামেন্টের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।
গত ২০ জুন শুরু হওয়া টুর্নামেন্টে জেলার ছয় উপজেলা এবং নীলফামারী ও সৈয়দপুর পৌরসভাসহ মোট আটটি ফুটবল দল অংশ নেয়। নীলফামারী পৌরসভার পক্ষে নীলফামারী ক্যাপিটালস এবং সৈয়দপুর উপজেলার পক্ষে সৈয়দপুর সুপার কিংস দল প্রতিদ্বন্দ্বিতা করে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই খেলায় প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে চরম প্রতিদ্বন্দ্বিতা হলেও খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে নীলফামারী ক্যাপিটালস এর নয় নম্বর জার্সি পরিহিত দীপক চন্দ্র রায়ের করা একমাত্র গোলে নীলফামারী পৌরসভা চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন টুর্নামেন্ট পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত জেলা প্রশাসক ও নীলফামারী পৌরসভার প্রশাসক মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মহসিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম প্রমুখ।
টুর্নামেন্ট পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক জ্যোতি বিকাশ চন্দ্র জানান, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তারুণ্যের উৎসবে ওই টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলায় ছয় উপজেলা এবং দুই পৌরসভা সহ আটটি ফুটবল দল অংশ নেয়।