রংপুর নিউজ ডেস্কঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার বকুয়া ইউনিয়নের কিসমত ভৈষা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো—ওই গ্রামের আব্দুল হাকিমের মেয়ে তাজরিন (১১) ও জাহিরুল ইসলামের মেয়ে জান্নাতুন (৯)।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার দুপুরে ওই দুই শিশুসহ ৮/৯ জন বাড়ির পাশের খলিলের পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানা এই দুই শিশু গোসল করতে নেমে পুকুরের গভীরে তলিয়ে যায়। পরে সহপাঠীরা বাড়িতে খবর দেয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
মৃত তাজরিন হরিপুর উপজেলার বহরমপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ও জান্নাতুন কিসমত ভৈষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়তো বলে জানিয়েছেন স্বজনরা।
এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল ঢাকা পোস্টকে বলেন, পুকুরে গোসলে নেমে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তারা সাঁতার জানতো না। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box