Tuesday, May 6, 2025
Homeনীলফামারীডিমলায় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ভাগ্নেসহ গ্রেফতার

ডিমলায় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ভাগ্নেসহ গ্রেফতার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ডিমলা উপজেলা পরিষদের  সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার মিন্টু ও তার ভাগ্নে ছাত্রলীগ নেতা মেহেদি হাসান সিয়ামকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২ টায় উপজেলার টুনিরহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আনোয়ারুল হক সরকার মিন্টু  সাবেক উপজেলা চেয়ারম্যান। মেহেদি হাসান সিয়াম উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যানের ভাগ্নে।
৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন মিন্টু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আত্মগোপনে থাকা অবস্থায় উপজেলার টুনিরহাট এলাকায় ছাত্রলীগ নেতা সিয়ামের বাড়ি  থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। সিয়াম ওই এলাকার সোলেমান আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে এলাহি জানান, আটক ব্যাক্তিরা ডিমলা থানা পুলিশের হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান। বৃহস্পতিবার সকালে গ্রেফতার দুজনকে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর