Friday, July 18, 2025
Homeনীলফামারীডোমারে গৃহবধূ খুন : শ্বাশুড়ি ফারজিনা গ্রেফতার

ডোমারে গৃহবধূ খুন : শ্বাশুড়ি ফারজিনা গ্রেফতার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ আব্দুল্লাহ আল মামুন, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার মামলায় অভিযুক্ত শ্বাশুড়ি ফারজিনা বেগম (৫৫) কে রাজশাহীর দুর্গাপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি টিম দুর্গাপুর উপজেলার শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পরদিন মঙ্গলবার (১৫ জুলাই) সকালে তাকে ডোমার থানায় হস্তান্তর করা হয়। পরে বিকেলে তাকে আদালতে পাঠায় পুলিশ।

গ্রেফতারকৃত ফারজিনা বেগম নীলফামারীর ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ও নিহত গৃহবধূর শ্বাশুড়ি। তিনি মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি।

র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পারিবারিক কলহের জেরে গত ২২ মে দিবাগত রাতে ফারজিনা বেগম, তার ছেলে ফারুক হোসেন ও পরিবারের কয়েকজন সদস্য মিলে গৃহবধূকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। অতিরিক্ত রক্তক্ষরণে নিস্তেজ হয়ে পড়লে তাকে প্রথমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২৫ মে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহত গৃহবধূর বড় বোন বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় গৃহবধূর স্বামী ফারুক হোসেনকে ১ নম্বর এবং শ্বাশুড়ি ফারজিনা বেগমকে ২ নম্বর আসামি করা হয়। ঘটনার পর থেকেই ফারজিনা আত্মগোপনে ছিলেন। মামলাটি পুলিশের পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, “গৃহবধূ হত্যা মামলার আসামি ফারজিনা বেগমকে র‌্যাব গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার ১ নম্বর আসামি ফারুক হোসেনকে আগেই গ্রেফতার করা হয়েছিল।”

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর