নীলফামারী প্রতিনিধি: জেলার ডোমারে ছেলে আবু বক্কর সিদ্দিকের দায়ের কোপে বাবা সাবলু মিয়া (৫৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
মঙ্গলবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া জোলাটারী গ্রামে এই ঘটনাটি ঘটে।
নিহত সাবলু মিয়া একই এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলার মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ঘাতক পুত্র সিদ্দিক।
প্রতিবেশী মঙ্গলু ও মনির জানান, আমন ধান কেটে বাড়ীতে পোয়ালপুছ রাখার জায়গা নিয়ে ছেলে ও বাবার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ছেলের স্ত্রী লাভলী বেগম তার শ্বশুরের সাথে কথাকাটাকাটি করলে নিহত সাবুল ছেলের বউ লাভলীকে লাঠি দিয়ে আঘাত করে। স্ত্রীকে মারায় তার ছেলে সিদ্দিক ক্ষিপ্ত হয়ে ঘর থেকে হাসুয়া দা নিয়ে এসে পিছন থেকে তার বাবাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলে সাবুল মাটিতে লুটিয়ে পড়লে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই সে মারা যায় ।
ডোমার থানা অফিসার্স ইনচার্জ মো. আরিফুল ইসলাম ছেলের হাতে বাবা হত্যা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সিদ্দিক পলাতক রয়েছে, তাকে গ্রেফতার করার জন্য পুলিশ কাজ করছে।