আব্দুল্লাহ আল মামুন (ডোমার) নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ডোমারে উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক,এনজিও প্রতিনিধি,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধির সাথে মত বিনিময় সভা করেছে।এর আগে সকালে তিনি উপজেলার বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন,বৃক্ষ রোপণ ও ভূমি অফিস পরিদর্শন করেন। জেলা প্রশাসকের আগমন উপলক্ষে মঙ্গলবার(৮অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন নিজস্ব হলরুমে এক মতবিনিময় সভার আয়োজন করে।
ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এসময় সহকারী কমিশনার(ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, থানা অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম,মেডিক্যাল অফিসার ডা. নোবেল, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. আখতারুজ্জামান সুমন,সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন সুমন, উপজেলা জামায়েত ইসলামী’র সাধারন সম্পাদক আব্দুল হক,পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু,সাধারন সম্পাদক মোজাফ্ফর আলী,ডোমার ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ সামসুদ্দিন হোসাইনী সুফি,সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম,কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম,ছাত্র প্রতিনিধি শরীফ,স্কাউট সম্পাদক হারুন-অর-রশিদ,সাংবাদিক রওশন রশীদ,রেফারী আবু বক্কর সিদ্দিক উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ, শিক্ষক,বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এর আগে জেলা প্রশাসক পৌরসভার বিভিন্ন পুজামন্ডব পরিদর্শন শেষে স্কাউট ভবনের নির্ধারিত স্থানে বৃক্ষরোপন করেন।
ডোমারে পুজা মন্ডব পরিদর্শন ও বিভিন্ন সংগঠনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
Facebook Comments Box