নীলফামারী প্রতিনিধিঃ
জেলার ডোমার শহরে মিম টেলিকমে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।বুধবার ভোরে শহরের সাহাপাড়ায় অবস্থিত মিম টেলিকমে এই চুরির ঘটনাটি ঘটে। চোরেরা প্রায় ৯০ লক্ষ টাকা মুল্যের মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারটি জানায়।
মিম টেলিকমের স্বতাধিকারী রিপন ইসলাম তার দোকানে চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে দোকান বন্ধ করে আমরা বাড়ীতে যাই।সকালে দোকান খুলতে এসে দেখি দোকানের উত্তর দিকের একটি সাটারে নতুন তালা লাগানো। পড়ে অন্য দিকের সাটার খুলে দোকানে প্রবেশ করে দেখি শাটারে লাগানো তালা কেটে ভিতরে প্রবেশ করে তিন শতাধিক দাবী মোবাইল চুরি করে নিয়ে গেছে।
চোরের দল যাওয়ার সময় অন্য একটি তালা লাগিয়ে দিয়ে যায়। সেই সাথে সাটার ও তালা কাটার একটি বড় কাঁচি দোকানের ভিতর রেখে যায়।
দোকানের সিসিটিভি ফুটেছে দেখা গেছে ২-৩ জনের সঙ্গবদ্ধ চোর দোকানের সাটারে লাগানো তালা কেটে ভিতরে প্রবেশ করছে। দুইজন চোর ভিতরে প্রবেশ করে মোবাইল চুরি করে বস্তায় ভরায় অন্য একজন বাইরে দাড়িয়ে তাদের পাহারা দিচ্ছিল। এ ঘটনায় খানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসেন।