Friday, July 4, 2025
Homeখেলাধুলাড্রেসিংরুমে বসে কফি খাচ্ছিলেন তাসকিন, এসে দেখেন ৫ উইকেট নেই

ড্রেসিংরুমে বসে কফি খাচ্ছিলেন তাসকিন, এসে দেখেন ৫ উইকেট নেই

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোজো ডেস্কঃ
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৭ রানের পরাজয় বরণ করেছে বাংলাদেশ দল। যদিও মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরুই করেছিলেন তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত। তবে দলীয় ৯৯ রানে রান আউটে কাটা পড়েন শান্ত, এরপর ১০৫ রান করতেই ৮ উইকেট হারিয়ে বসে টাইগাররা।

ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ বলেছেন ভিন্ন এক অভিজ্ঞতার কথা, ‘এটা আমাকে মনে করিয়ে দেয় যে, ক্রিকেটে কিছু অনিশ্চয়তা আছে… আমি আশা করিনি, কারণ আমি ড্রেসিংরুমে বসে কফি খাচ্ছিলাম, হঠাৎই ৫ উইকেট পড়ে গেল। কিন্তু আশা করি, আমরা পরের ম্যাচে আরও শক্তিশালী হয়ে ফিরব। সবাই ভুল থেকে শিখে কিন্তু এটা ভালো লাগেনি।’

তিনি বলেন, ‘আসলে একটা ওভারে ২ জন সেট ব্যাটসম্যান আউট হয়ে যাওয়াতে হয়ত কিছুটা প্যানিক হয়েছিল। তো তখন দেখা গেছে, চাপের মধ্যে প্যানিক হওয়াতে যেভাবে আউটগুলো হয়েছে, একটু অপ্রত্যাশিত ছিল। কারণ আপনারাও জানেন যে আমরা যেভাবে আউট হয়ে গেছি, এতটাও বাজে টিম আমরা না।’

তাসকিন অবশ্য আশা রাখছেন সামনে জয় নিয়ে আসার ব্যাপারে, ‘সবার ক্যাপাবিলিটি আছে, অপ্রত্যাশিত এই ধসের জন্যই হেরে গেলাম, কিন্তু আমরা আশা করছি, দ্রুত কাটিয়ে উঠব সব সমস্যা এবং সামনে ভালো জয় নিয়ে আসব, কারণ স্বপ্ন দেখা ছাড়া তো এগোনো যাবে না, প্রতিদিন আমরা অনেক কঠোর পরিশ্রম করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা, দোয়া রাখবেন।’

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর