Thursday, May 1, 2025
Homeরংপুরতারাগঞ্জে মদিনা শহরকে কটূক্তি, আটক ৩

তারাগঞ্জে মদিনা শহরকে কটূক্তি, আটক ৩

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মুসলিমদের পবিত্র ভূমি মদিনা শহরকে নিয়ে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় সাইবার নিরাপত্তা আইনে তারাগঞ্জ থানায় দায়ের করা মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।

গত বুধবার লিমন হোসেন নামের এক যুবক তারাগঞ্জ থানায় ৬ জনের নামে লিখিত অভিযোগ করলে তারাগঞ্জ থানা পুলিশ তা সাইবার নিরাপত্তা আইনে মামলা রেকর্ড করে। পরে দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে একজনের বয়স ১৬ ও অন্যজনের বয়স ১৭ বছর। এবং আর একজনের বয়স ১৯ বছর।

মামলার আর্জি সূত্রে জানা গেছে, সম্প্রতি পবিত্র মদিনা শহরকে কটাক্ষ করে এক কিশোর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে। ওই ভিডিওতে ৬ জন ছিল। পরে ওই বিষয়টি জানাজানি হলে গত মঙ্গলবার উপজেলার ইকরচালী ইউনিয়নের বামনদীঘি এলাকায় মহাসড়ক অবরোধ করে ওই ৬ জন ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, অভিযুক্ত ৩ জনকে আটক করা হয়েছে ও বাকি ৩ জনকে গ্রেপ্তারের জন্য আমরা চেষ্টা করছি। আটক হওয়া ৩ জনকে আজ দুপুরে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর